• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ কিস ডে: চুমু দিন প্রিয়জন‌কে

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ
আজ কিস ডে: চুমু দিন প্রিয়জন‌কে

বিডি ক্রাইম ডেস্কঃ আজ ১৩ ফেব্রুয়ারি। আজকের দিনটি প্রেমিক প্রেমিকাদের জন্য একটা বিশেষ দিন। অর্থাৎ আজ চুমু খাওয়ার দিন। প্রাচীনকাল থেকেই এই ভালোবাসার গভীরতা চুম্বনের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি।

চুমু হলো ভালোবাসা প্রকাশের সবচেয়ে শক্তিশালী ভাষা। আপনার চুমুর ছোঁয়ায় প্রিয়জনের মুখের নরম হাসিই বুঝিয়ে দেবে তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ। একটি আবেগময় চুম্বনের অনুভূতির চেয়ে ভালো স্বাদ আর কিছুতেই নেই।

তবে আপনি জানেন কি, আনন্দদায়ক হওয়ার পাশাপাশি চুম্বন স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী। অনেক ধরণের চুম্বন রয়েছে: রোমান্টিক, ভেজা, কামুক, স্নেহময়, আকর্ষক ইত্যাদি। তবে যে ধরনের চুম্বনই হোক না কেন, তা কতটা উপকারী সেইটাই দেখার বিষয়। চলুন তবে জেনে নেয়া যাক চুম্বনের অবিশ্বাস্য কিছু উপকারিতা সম্পর্কে-

>> নিয়মিত চুম্বন দাঁতের ক্ষয়রোধ করে।

>> চুমু খাওয়ার ফলে শরীরের অক্সিটোসিনের মাত্রা বেড়ে যায়। এতে স্নায়ু শান্ত হয়।

>> চুমু খাওয়ার সময় হৃৎপিণ্ড অধিক সক্রিয় হয়ে ওঠায় ব্যায়ামও হয়। ফলে রক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে যায়।

>> যৌন মিলন যে স্বামী-স্ত্রীকে শারীরিক আনন্দ দেয় এটি নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না। তবে চুমু তাদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়।

>> প্রেমিকার একটা ছোট চুম্বনে মানসিক চাপ কমে যায় অনেকখানি। কারণ শারীরিক অনুশীলন করার মতোই চুমু শরীরে ‘‌হ্যাপি হরমোন’‌ নিঃসরণ করে।

পি.এম