• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজহারী ওয়াজ করবেন রাতে, মাঠ ভরে গেছে সকালেই

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
আজহারী ওয়াজ করবেন রাতে, মাঠ ভরে গেছে সকালেই

পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আজ অনুষ্ঠিত হবে ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল। দুপুরের পর থেকে শুরু হওয়া মাহফিলে বাদ এশা আজাহারীর বয়ান করার কথা রয়েছে।

এদিকে মাহফিলের একদিন আগে থেকেই বরিশাল বিভাগ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেছেন। শনিবার সকাল থেকেই মাঠের অধিকাংশ এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। এদিকে মাহফিলকে সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মাহফিলের জন্য মোট ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী শহরের প্রধান প্রবেশপথ ফোরলেন সড়কে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। এতে মানুষ মূল মাঠের বাইরে বসেও মাহফিল দেখতে এবং শুনতে পারবেন। শহরের বিভিন্ন সড়কে এবং মাঠে অর্ধশত এলইডি স্ক্রিন এবং চার শতাধিক মাইক বসানো হয়েছে।

মাহফিলে তিনটি মাঠ নারীদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে লতিফ স্কুল মাঠ, হাজী আক্কেল আলী কলেজ মাঠ এবং হাউজিং এস্টেট মাঠ।