বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপির পদস্থগিত নেত্রী বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে জনগণের ব্যবহৃত শতবর্ষ পুরোনে একটি পুকুর দখলের অভিযোগে যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের দীর্ঘ ১১ মাস পর বিলকিস জাহান শিরিন শাহিনের বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মামলা করেন।
এ মামলাকে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আঘাত এবং সংবাদপত্রের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন বক্তারা।
আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাসুম হাওলাদার, আগৈলঝাড়া রিপোটাস ইউনিটির আহবায়ক জহিরুল ইসলাম সবুজ, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল মৃধা প্রমুখ।