• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার-আমির হোসেন আমু

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯, ১৩:৩২ অপরাহ্ণ
আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার-আমির হোসেন আমু

মজিবর রহমান নাহিদ ॥ আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার, দক্ষিণাঞ্চলে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগ উন্নয়নই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে এখনও অনেক কাজ চলমান।

আজ সকালে আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সভার শুরুতে প্রধান অতিথিত বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, হাফিজ মল্লিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডঃ শাম্মি আহমেদ ও কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু।

সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পানী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বরিশালে সকল আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, দলীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।