• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগের হামলায় বিএনপি প্রার্থী হাসপাতালে

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮, ১৮:৫৫ অপরাহ্ণ
আওয়ামীলীগের হামলায় বিএনপি প্রার্থী হাসপাতালে
    এস এন পলাশ।।
    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপি প্রার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকালের দিকে উপজেলার পাতারহাট বন্দরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাত ১০টায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি আহত বরিশাল ৪ আসনে ঐক্য ফ্রন্টের প্রার্থী কে এম নুরুর রহমান জাহাঙ্গীর বলেন, প্রচার-প্রচারনার জন্য বুধবার বেলা ১১ টার দিকে পাতারহাট বন্দরে তিনি যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন ওই এলাকায় কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি তার দলের প্রার্থীর পক্ষে কর্মসূচী করছেন। যে কারনে বিকেলে গনসংযোগ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফসার হোসেন আলমের বাসায় গিয়ে ওঠেন। বেলা ১ টার দিকে সেচ্ছাসেবকলীগের মিটিং শেষ হওয়ার পর দেখতে পান ২/৩ শত লোক ডাক-চিৎকার দিয়ে আফসার হোসেনের বাসার দিকে আসছে। পরে তারা সেখানে এসে আফসার হোসেনের বাড়িতে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। বাড়ির বাহির থেকে ভাংচুর করে ভেতরে প্রবেশ করে আমাকে মারধর করে এবং আমার সাথে থাকা মোবাইল ও ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তাদের কাউকে চিনতে না পারলেও এরা
    সেচ্ছাসেবক ও শ্রমীকলীগের নেতা-কর্মী। কারণ তাদের সরাসরি ভাষ্য ছিলো
    এখানে পংকজ নাথ রাজনীতি করে, এখানে এমপি হয়ে সে এলাকার উন্নয়ন করেছে,
    তাহলে আমরা কেন ঢুকবো। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, ঘটনার অনেক পরে পুলিশ আসলেও তারা কোন সহায়তা করেনি। পরে কোনভাবে উদ্ধার হয়ে বিকেল ৫ টার দিকে মেহেন্দিগঞ্জ ত্যাগ করি। তবে আহত হওয়ার কারনে এ পর্যন্ত তিন রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেননি এবং থানায়ও অভিযোগ দিতে পারেননি বলে জানান তিনি। তবে ওই স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি শাহিন খান।