• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ সরকার দেশের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে – এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৪, ২৩:৫৬ অপরাহ্ণ
আওয়ামী লীগ সরকার দেশের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে – এমপি শাওন

আরশাদ মামুনঃ ভোলার লালমোহন উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় দেশের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে।

পেনশন স্কিমও জনগণের স্বার্থে করা হয়েছে। কারণ বৃদ্ধকালে প্রতিটি মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পেনশন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।