• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ তাদের নৈতিক মনোবল হারিয়ে পালিয়ে গেছেন-এবিএম মোশাররাফ হোসেন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪, ১৭:৫৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ তাদের নৈতিক মনোবল হারিয়ে পালিয়ে গেছেন-এবিএম মোশাররাফ হোসেন

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা সহ তৃণমূল পর্যায়ের সকল নেতা- কর্মীরাই দুর্নীতিগ্রস্ত ছিল এবং আওয়ামী লীগ তাদের নৈতিক মনোবল হারিয়ে পালিয়ে গেছেন।

সংখ্যালঘু ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো ধর্মের মানুষকে বিভাজন করে দেখেননি,বাংলাদেশে বসবাসরত সকল মানুষকেই তিনি বাংলাদেশি হিসেবে গণ্য করেছেন।

বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে,কলাপাড়ায় কর্মরত সকল গণমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রেসক্লাবের আহ্বায়ক মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা হাজী হুমায়ুন সিকদার, অ্যাডভোকেট মো.হাফিজুর রহমান চুন্নু, গাজি মো. ফারুক, মুসা তওহিদ নান্নু মুন্সি, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।