• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবন্তিকার আত্মহত্যা, শিক্ষক-সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৭, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
অবন্তিকার আত্মহত্যা, শিক্ষক-সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।

রোববার (১৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, অবন্তিকার আত্মহত্যার ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় মামলা হয়েছে। ওই মামলায় তার শিক্ষক ও সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে।