আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলার উত্তর তাকিটা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাবিবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় মা রানী বেগম এবং বাবা হানিফ হাওলাদারও গুরুতর দগ্ধ হয়েছে। মা রানী বেগমের অবস্থা সংকটাপন্ন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তর তারিকাটা গ্রামের হানিফ হাওলাদারের বাড়িতে এ অীগ্নকান্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত মা রানী বেগম এবং বাবা হানিফ হওলাদারকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামের হানিফ হাওলাদারের বাড়িতে চুলার আগুন থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় হানিফ হাওলাদার তার মেয়ে হাবিবা (৪) ও স্ত্রী রানী বেগমকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় মেয়ে হাবিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এবং স্ত্রী রানী বেগম ও গৃহকর্তা হানিফ হাওলাদার অগ্নিদগ্ধ হন। পরে খবর পেয়ে আমতলীর ফায়র সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এবং তারা হানিফ হাওলাদার ও স্ত্রী রানী বেগমকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হানিফ বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে অগ্নিদগ্ধ হয়ে মেয়ে হাবিবা (৪) মারা যায়। এতে মা রানী বেগম ও বাবা হানিফ হাওলাদার গুরুতর অগ্নিদগ্ধ হন। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, রানী বেগমের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। সে আশঙ্কা জনক অবস্থায় আছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অগ্নিকান্ডে হাবিবা নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধার কাজে সহায়তা করা।