• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

৭ ইউনিটের চেষ্টায় হাজারীবাগের বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৪, ১৩:৩১ অপরাহ্ণ
৭ ইউনিটের চেষ্টায় হাজারীবাগের বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান। তিনি বলেন, বেলা ১২টার দিকে খবর আসে হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার টিনশেড একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।