• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

হিজলায় দুর্নীতি বিরোধী দিবসে সর্বদলীয় সভা, জনেমনে মিশ্র প্রতিক্রিয়া

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১৯:০৪ অপরাহ্ণ
হিজলায় দুর্নীতি বিরোধী দিবসে সর্বদলীয় সভা, জনেমনে মিশ্র প্রতিক্রিয়া

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে বরিশালের হিজলায় সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ার মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন শিকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রেমজিলাল দাস, তপন কুমার সিকদার, খগেন চন্দ্র বিশ্বাস, মাস্টার মনির হোসেন, জামায়াত নেতা শাহেনশাহ চৌধুরী শামু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৪ আগস্টে আওয়ামীলীগ নেতা প্রেমজিলাল দাসের নেতৃত্বে হিজলা উপজেলা সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। অপরদিকে আওয়ামী লীগের অন্যান্য নেতারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি পংকজ নাথ এর দোসর। তাদের সাথে উপজেলা প্রশাসনসহ সর্বদলীয় সভা হযওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

বিভিন্ন দলের স্থানীয় নেতারা বলেন, শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ তাদের রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে সভা করছে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ। তারা এই সভা করতে পারেন না বলে মত প্রকাশ করেন।

সভায় অনেক বক্তা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে হিজলায দুর্নীতি প্রতিরোধে যে কমিটি রয়েছে তারা প্রত্যেকে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত, এমনকি তারা প্রত্যেকে সরাসরি সাবেক এমপি পংকজের সকল অপকর্মের সহযোগী এবিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খগেন চন্দ্র বিশ্বাস।