• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হাসপাতালে ভর্তি নাসিম

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৩:০৩ অপরাহ্ণ
হাসপাতালে ভর্তি নাসিম

এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে পাকিস্তানকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন নাসিম শাহ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় নাসিমকে ভর্তি হতে হলো হাসপাতালে। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ভাইরাল ইনফেকশনের কারণে এই পেসারকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

পাকিস্তানে বর্তমানে সফর করছে ইংল্যান্ড। চলতি সিরিজের পঞ্চম ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে দুই দল। তবে সেই ম্যাচে নাসিম শাহকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন দলের এক মুখপাত্র।

সেই মুখপাত্র জানিয়েছেন, নাসিমের স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ার কারণেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেই অবস্থা থেকে উন্নতি হয়েছে তার। সিরিজের পরের দুই ম্যাচে এই পেসার খেলতে পারবেন কি না, সেটা নির্ভর করবে মেডিক্যাল রিপোর্টের ওপর।

শেষ তিন ম্যাচে বিশ্রামে ছিলেন নাসিম। এরপর জানা গিয়েছিল, আজ বুধবারের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই। এবার তাকে হাসপাতালেই ভর্তি করতে হলো।