• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বর্ণিল আয়োজনে ইংরেজি নববর্ষকে বরণ

স্বাগত ২০২৫-বিদায় ২০২৪

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ণ
স্বাগত ২০২৫-বিদায় ২০২৪

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আতশবাজি ও আলোক প্রদর্শনীর মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ব। বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় বর্ণিল আয়োজনে ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

গোটা বিশ্বজুড়েই বিভিন্ন দেশ নতুন বছরকে স্বাগত জানানোর নানা প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে চীন, ফিলিপাইন ও মালয়েশিয়াসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো আতশবাজি ও ড্রোন প্রদর্শনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।

তবে রবিবার মুয়ান বিমান দুর্ঘটনায় ১৭৯ জন মারা যাওয়ার পরে দক্ষিণ কোরিয়ায় নতুন বছরের উদযাপন বাতিল করা হয়েছে। তবে যুক্তরাজ্য আবহাওয়াজনিত কারণে নতুন বছর উদযাপানের কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন বছরের শুরুতে একটি দর্শনীয় আতশবাজি প্রদর্শন করা হয়। ঘড়ির কাঁটা ১২টা বাজারসেঙ্গে সঙ্গে ফানুস ও আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে সিডনির আকাশ।

খবর-বিবিসি :
বিশ্বে সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড নতুন বছর বরণ করেছে। সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে। এরপর নতুন বছরে পা দিয়েছে জাপান।

রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঘন্টাধ্বনি বাজানোর ঐতিহ্য মেনেই বর্ষবরণ করেছে দেশটি। জাপানের পর দক্ষিণ কোরিয়া, ভারত ও শ্রীলংকা একে একে ২০২৫ সালে পদার্পণ করে। তারপর যুক্তরাজ্যসহ ২৫ টি দেশ স্বাগত জানাবে নতুন বছরকে।
চীনের শ্যানডং প্রদেশে নতুন বছরে শুভ ভাগ্য কামনা করে লেখা ব্যানার নিয়ে ২০২৫ সালকে বরণ করে নিতে দেখা গেছে একদল নারীকে। কংজিয়াং কাউন্টিতে একটি গ্রামের বাসিন্দারা প্রচলিত বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানায় নতুন বছরকে।

বিশ্বে সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড নতুন বছর বরণ করেছে। সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে। এরপর নতুন বছরে পা দিয়েছে জাপান। রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঘন্টাধ্বনি বাজানোর ঐতিহ্য মেনেই বর্ষবরণ করেছে দেশটি। জাপানের পর দক্ষিণ কোরিয়া, ভারত ও শ্রীলংকা একে একে ২০২৫ সালে পদার্পণ করে। তারপর যুক্তরাজ্যসহ ২৫ টি দেশ স্বাগত জানাবে নতুন বছরকে।

চীনের শ্যানডং প্রদেশে নতুন বছরে শুভ ভাগ্য কামনা করে লেখা ব্যানার নিয়ে ২০২৫ সালকে বরণ করে নিতে দেখা গেছে একদল নারীকে। কংজিয়াং কাউন্টিতে একটি গ্রামের বাসিন্দারা প্রচলিত বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানায় নতুন বছরকে।