কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এন্ড স্কুলে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি ও এইড কুমিল্লার আয়োজনে পিপিজের কুড়িগ্রাম প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সরকারী আইনগত সহায়তা প্রদান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোছাঃ মোকছেদা বেগম (স্মৃতি), বিচারক মন্ডলী, বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী এবং উপস্থিত শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ।