• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১৯:৫৯ অপরাহ্ণ
শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ; তিনি দেশের উন্নয়ন করেছেন, গ্রামের উন্নয়ন করেছেন। আরও বেশি উন্নয়ন করতে হলে তাঁকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

আজ রোববার জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘তিনি দরিদ্র মানুষের বান্ধব। এ সরকারের আমলেই শিক্ষকেরা ডিজিটালাইজড ব্যবস্থায় শিক্ষা দিচ্ছেন। যে মানুষটা আমাদের এত কিছু দেয়, তার কাছ থেকে আমরা আরও কি কিছু নিব না? তিনি আবারও ক্ষমতায় আসলে আমাদের আরও অনেক কিছু দেবেন।

তিনি আরও বলেন, ‘পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন টার্গেট মেডিকেল কলেজ করার। উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি চাইলে শেখ হাসিনার বিকল্প নাই।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। পরে মন্ত্রী বেলুন উড়িয়ে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন।

মেলায় মোট ১১টি স্টল স্থান পেয়েছে। এর আগে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।