আরশাদ মামুন,লালমোহন ॥ লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ দ্বিতীয়বারের মত জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন ও বিট পুলিশিংসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এজন্য ওসি মাকসুদুর রহমান মুরাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন আল ফারুক, সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পালসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
এদিকে লালমোহন থানার ওসির এমন পুরস্কার প্রাপ্তিতে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।