আরশাদ মামুন,লালমোহন ॥ তরমুজ সমর্থক গোষ্ঠী, আমরা খরমুজ ভাইয়ের লোক, আমরা ওমুক সেনা, আমার নেতা, আমার একমাত্র অভিভাবক এসব উপমাগুলো যথেষ্ট বিরক্তির কারন। লালমোহন-তজুমদ্দিনের মা, মাটি ও মানুষের একমাত্র অভিভাবক জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
মনে রাখা ভাল এমপি মহোদয় চাইলে আপনার ঐ নেতা পদবীতে না থেকেও অনেক সন্মানের অধিকারী হতে পারেন। না চাইলে বিশাল মাপের কিছু হলেও মুহূর্তের মধ্যেই ভুলুন্ঠিত হতে পারেন। যেটা প্রমাণীত…..
সুতরাং, মাননীয় এমপি মহোদয় এর বাহিরে এসব উপমাগুলো ভবিষ্যতে ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ করছি।
জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের এপিএস প্রভাষক মিজানুর রহমানের ফেসবুক আইডিতে ১১ জানুয়ারী দুপুরে দেওয়া পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।