আরশাদ মামুন, লালমোহন ॥ লালমোহনে ১শত পিচ ইয়াবাসহ মো. রুবেল ও মো. তুহিন নামে দুই যুবক কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটক মো: রুবেল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা অহিদ হাওলাদারের ছেলে এবং মো: তুহিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম মিঝির ছেলে।
জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায় লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেনের নের্তৃত্বে একদল চৌকস টিম অভিযান চালায়। এসময় ১শত পিস ইয়াবাসহ রুবেল ও তুহিন কে আটক করতে সক্ষম হন তারা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব উল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।