লালমোহন প্রতিনিধি : লালমোহনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে চরম অনিয়ম,ভোগান্তি, প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াসহ গ্রাহক হয়রানির সীমাহীন অভিযোগ পাওয়া গেছে।
গত ৭ আগষ্ট লালমোহন করিম রোডে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আকাশ নামের এক গ্রাহক ঢাকায় একটি কাগজ প্রেরন করেন।
অতীব জরুরী হওয়ায় সার্ভিসটি পরিচালনার দায়িত্বে থাকা শিবলু নামের ব্যক্তিকে বিষয়টি খুলে বলেন। ওই সার্ভিসের দায়িত্বে থাকা শিবলু গ্রাহক আকাশের নিকট থেকে দুশত টাকা জরুরী চার্জ নিলেও ১১ আগষ্ট রাত ৮ টা অবধি কাগজটি ঢাকায় পৌছেনি বলে জানান ভিক্টোরিয়া পার্ক শাখা কর্তৃপক্ষ।
এদিকে কাগজটি আগামীকাল বোর্ডে জমা না দিলে ওই শিক্ষার্থী এবার পরীক্ষায় রেজিষ্ট্রেশন করতে পারবে না বলে জানা গেছে।
অপরদিকে বারবার লালমোহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতিনিধি শিবলুকে তাগিদ দিলেও সে সকাল বিকেল করে শুধু সময় অতিবাহিত করছেন। এ বিষয়ে শিবলুর নিকট জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি।