লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌর শহরের বিআরডিবি সড়কের সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে সংঘবদ্ধ সিন্ডিকেট।
তিন-চার দিন পূর্ব থেকে এ গাছ কর্তনের বিষয়ে পরামর্শ চান ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতির নিকট। পরে সাবেক সভাপতি কাউন্সিলরের স্বামীকে এগুলো সরকারি জমির গাছ বলে জানিয়ে না কাটার পরামর্শ প্রদান করেন।
কিন্তু মঙ্গলবার সকালে ওই সড়কের উপর থাকা বিশাল আকারের কয়েকটি গাছ কর্তন করান এবং এখনো অনেক গাছ কাটার কুট কৌশল চালাচ্ছেন মহিলা কাউন্সিলরের স্বামী বালু ব্যবসায়ী ভুট্টু দালালের নেতৃত্বে অভিযুক্তরা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন ভুট্টু দালাল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ওই ওয়ার্ডসহ সংরক্ষিত (৭’৮’৯) নম্বর মহিলা কাউন্সিলরের স্বামী এহেন অপকর্ম নেই যা তার দ্বারা সংগঠিত হয়না। কিন্তু প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেহ কথা বলতে সাহস পায়না বলে জানা গেছে।