আরশাদ মামুন লালমোহন ॥ লালমোহনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, স্মার্ট বাংলাদেশের সপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমাদের ঋণের শেষ নেই।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্ব সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।