লালমোহন প্রতিনিধি : লালমোহন ওয়েস্টানপাড়া দালাল বাড়ির আকতার দালাল। সুদ ব্যবসাসহ নানা অবৈধ ব্যবসার টাকায় এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে মাদক আর জুয়ার জন্য চড়া সুদে এলাকার উঠতি বয়সীদের কাছে অর্থ বিনিয়োগ করাই মূল ব্যবসা।
অবৈধ পন্থায় অর্থের মালিক বনে যাওয়া আকতার দালালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। শনিবার রাতে রিকশা চালক হোসেনকে চুরির অপরাধে শালিস বৈঠকের আগেই বেধরক মারপিট করে আকতার দালাল।
হোসেন আত্মহত্যার প্ররোচনার মামলার ২নং আসামী আকতার দালাল।
স্থানীয় সূত্র মতে, পৌর ৮নং ওয়ার্ড এলাকার দালাল বাড়ির আকতার হোসেনের স্বজনদের ভেতর রয়েছে, নুরনবী দালাল,সংরক্ষিত মহিলা কাউন্সিলরের স্বামী ভুট্টু দালালদের ছত্রছায়ায় মুলত পুরো এলাকায় রাম রাজত্ব চালানো শুরু করেছে।
ওই এলাকায় গাজা ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকের বিশাল নেটওয়ার্কের মূল হোতা ছিচকে সন্ত্রাসী বনে যাওয়া আকতার হোসেন। এছাড়াও রয়েছে চড়া সুদের ব্যবসা।
এসব অবৈধ ব্যবসার মাধ্যমে আকতার সল্প সময়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। আর অবৈধ পন্থায় কামানো টাকার গরমে পুরো ওয়ার্ডে এহেন অপকর্ম নেই যা আকতার বাহিনীর দ্বারা সংগঠিত হয়না।
এমনকি রাত দশটার পর ওই রোডে যাতায়াতকারী পথচারীদের ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনারও খল নায়ক আকতার দালাল বলে দাবী স্থানীয় বিভিন্ন সূত্রের।