• ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

লালমোহনে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩, ২২:১৯ অপরাহ্ণ
লালমোহনে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে জবরদখলের উদ্দেশ্যে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড মিয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের দ্বারা জমি জবরদখল ও হুমকি শিকার হয়ে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ কামরুল ইসলাম নামে এক ব্যক্তি। কামরুল ইসলাম বলেন, চর লালমোহন মৌজার জেএল নং-১৬, এসএ-১৬ নং খতিয়ানের ২৫২৫ ও ২৫২৬ দাগে তাদের ৭৭ শতাংশ জমি রয়েছে।

যার বিএস খতিয়ান নং-৮৩৫ ও দাগ নং-৪২১০ ও ৪২১১। তিনি আরও বলেন, গত ৮ সেপ্টেম্বর ওই জমিতে চাষাবাদ করতে গেলে খুনজখমের হুমকি দেয় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো: খোকন মিয়া, মো: মোস্তফা ও মো: জহিরুল ইসলাম লিটন।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করি। যার নং-৪৭৯, ১০ সেপ্টেম্বর ২০২৩। পুলিশ যখন বিরোধীয় ওই জমি পরিদর্শন করে, তখন সেখানে কোনও ঘর ছিলনা, তবে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন শুরু করে জহিরুল ইসলাম লিটনসহ তার দোসররা।

এ বিষয়ে জানতে চাইলে মো: খোকন মিয়া ও মো: জহিরুল ইসলাম লিটন জানান, আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করছি।