আরশাদ মামুন, লালমোহন ॥ “সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সরকার তৃণমূল পর্যায়ে সেবা পৌছে দিতে স্থানীয় সরকারকে ঢেলে সাজিয়েছেন। পরে মেলার বিভিন্ন দপ্তরের মোট সাতটি স্টল পরিদর্শন করেন এমপি শাওন।