• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২১, ১৬:৪২ অপরাহ্ণ
রাজাপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৮-১০ দিন আগে এই যুবকের মৃত্যু হয়েছে বলে সুরতহাল রিপোর্ট শেষে জানিয়েছে পুলিশ। মৃতদেহের শরীর ও মুখমণ্ডল পচে ফুলে উঠেছে। এখনো তাঁর নাম পরিচয় জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।