• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ২০:৫০ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান

সম্রাট হোসেন, মেহেন্দিগঞ্জ:- মেহেন্দিগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে করোনা-১৯ আক্রান্ত রোগীদের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টা উপজেলা হলরুমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ এর নিকট থেকে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবিদ আজাদ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কমকর্তা ভিক্টর বাইন, উপজেলা প্রোগ্রামার অফিসার শফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ইলিয়াস মিয়া প্রমুখ।