বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
২৩ ফেব্রুয়ারী, মঙ্গলবার বেলা ১১টায় বোরহানউদ্দিন থানার সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে দ্রুত এ হত্যার বিচার দাবী করে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা রাখেন বোরহানউদ্দিন রিপোর্টাস ইউনিটি’র সভাপতি মোবাশ্বের হাসান শিপন,
সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিন ইসলাম রুবেল, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মো. হাছনাইন আহমেদ প্রমূখ।
মানববন্ধনে উপজেলায় সকল কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।