• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

মান্না অনুসারীদের তান্ডব, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ১৯:০১ অপরাহ্ণ
মান্না অনুসারীদের তান্ডব, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নগরীতে ডিস সংযোগের টাকা উঠানোকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন হাওলাদার (৪৪) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২ টায় নগরের করিম কুটির সংলগ্ন মানু মিয়া লেনে এ ঘটনা ঘটে। আহত রিয়াজকে উদ্ধার করে স্থাণীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ অক্টোবর করিম কুটির এলাকার মানু মিয়া লেনের বাসিন্দা মৃত সৈয়দ খালেকুর রহমান চুন্নু মিয়ার ছেলে সৈয়দ মাইনুল হক খিজির তার মালিকানাধীন ওয়েস্টার্ন স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্ক ডিস সংযোগের ব্যবসা একই এলাকার মোঃ আবদুল মজিদ এর ছেলে মোঃ আল আমিন এর সাথে ব্যবসা পরিচালনার চুক্তি করেন।

ডিস সংযোগ দিয়ে নিয়মিত বিলও উত্তোলন করে আসছিলেন আল আমিন। কিন্তু গতকাল বেলা ১১ টায় আল-আমিন গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন টাকা আদায়ের রশিদ ওই এলাকার মৃত হারুন অর রশিদ’র দুই ছেলে রিয়াজুল কবির রেজিন ও রকিবুল হাসান রনি নিয়ে গেছে।

পাশাপাশি এখন থেকে গ্রাহকদের টাকা তাদের কাছে দিতে হবে বলে জানায়। এ নিয়ে গতকাল দুপুরে ডিস ব্যবসায়ী আল-আমিন’র বড় ভাই রিয়াজ উদ্দিন হাওলাদার রেজিন ও রনি’র কাছে জানতে চাইলে উভয় পক্ষ বাক বিতন্ডায় জড়িয়ে পরে।

এসময় রেজিন ও রনি তাদের সাথে থাকা দা দিয়ে রিয়াজ’র ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন রিয়াজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় একাধিকবার রেজিন ও রনি’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে হামলার শিকার রিয়াজ’র ছোট ভাইয়ের স্ত্রী ফাহিমা বেগম বলেন, তাদের বৈধ ডিস ব্যাবসা দখল করার জন্য আমার ভাসুরকে কুপিয়ে জখম করা হয়েছে।

রেজিন ও রনি বিগত আওয়ামী সরকারের চিহ্নিত সন্ত্রাসী শেখ সাইদ আহমেদ মান্নার ঘনিষ্ঠজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা জানান, এরা আওয়ামী সরকারের সময়ে এলাকার এমন কোন অপকর্ম নেই যে করেনি। এখন আবার বিএনপির পরিচয় দিয়ে এলাকায় অপকর্ম করার পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।