শামীম আহমেদ ॥ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় খাষা সৈনিকদের স্মরন করে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার মোঃ হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, মহানগর সদস্য আহমেদ জেকি অনুপম, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য আবু মুছা কাজল, বদিউজ্জামান টোলন, খসরুল আলম তপন,এ্যাড, আবুল কালাম আজাদ ইমন,এ্যাড, হুমাউন কবীর মাসুদ,এ্যাড,আজাদ হোসাইন,মহানগর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু,বরিশাল মহা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব খান মোঃ আনোয়ার ও নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ২১ই ফেব্রয়ারি সকাল ১০ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের স্মরনে পূস্পার্ঘ অপর্ণ করবেন।