• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১, ১৪:৪৫ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, সহ-সভাপতি হাবিবুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর, বিএনপি নেতা নিজামুল কবির মিরাজ, জাকির মল্লিক, মিজানুর রহমান তালুকদার, সাইদুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফরাজী, উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন মল্লিক, আরিফ মল্লিক প্রমুখ। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।