• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘরবাড়ি ভাঙচুর

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১, ১৯:৪৮ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘরবাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :: মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের উঝা বাড়িতে জমিজমা সংক্রান্ত বিবাধে বৃহস্পতিবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য বাদল উঝার নেতৃত্বে সুভাষ উঝার দুই ছেলে সুমন উঝা (৩০), সজল উঝা (২২) ও সুবীর উঝা (২৫) পিতা মৃত সুজন উঝা, চঞ্চল উঝা (২৭) পিতা বাদল উঝা আরো অন্যান্য মিলে একই এলাকার চন্দ্র শেখর উঝা(৪৪), পিতা মৃত সন্তোশ কুমার উঝা এর বাড়িতে ভাঙচুর করে এতে তার বসতবাড়ি, রান্নাঘরও বাথরুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার পরে চন্দ্র শেখর উঝা (৪৪) পিতা মৃত সন্তোশ কুমার উঝা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপরে উভয়পক্ষকে থানায় ডাকে এবং উভয়কেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

কিন্তু বিবাদী পক্ষ হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বাদী স্থানীয় ভাবে বিবাদী বাদল উঝার বিপক্ষে অনেক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, চন্দ্র শেখর উঝা কতৃক আদালতে দয়েরকৃত মামলায় বিবাদীগনের নামে নোটিশ আসায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

চন্দ্র শেখর উঝার দায়েরকৃত দেওয়ানী মামলা নং ১৩১/২১ যার বিবাদী, ১, সুভাষ উঝা (৬০), ২, বাদল উঝা (৫৫) ৩, শংকর উঝা (৪৮) ৪, সুবীর উঝা (২৫)