• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১, ২০:২৪ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ কয়েকজন নেতাকর্মীদের ওপর ঢাকায় হামলার ঘটনায় মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে অভিযুক্ত করে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মিছিলটি বের করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে পৌর আওযামীলীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির আহমেদ মাতুব্বর, বাবু শরীফ, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, সিপন হাওলাদার, শাহ আলম সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হেলাল, আবু ইউসুফ রায়হান, মাহাবুবুর রহমান আকাশ, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।

বক্তারা ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে জামায়াত পরিবারের আখ্যা দিয়ে করে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানায়। এসময় বায়জিদ আহমেদ খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিকে মঠবাড়িয়া পৌর শহরের টান টান উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পৌর শহরে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।