মঠবাড়িয়া প্রতিনিধি :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদীয়মান তরুণ আইনজীবী, পিরোজপুর জেলার মঠবাড়িয়ার কৃতিসন্তান, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল এর ভাগিনা অ্যাডভোকেট মোঃ ইছা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রীম কোর্ট শাখার স্বনির্ভর ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রীম কোর্ট শাখায় অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঞাকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটি অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান। উক্ত কমিটিতে মঠবাড়িয়ার কৃতিসন্তান মোঃ ইছা স্বনর্ভর ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইছা মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা এলাকার আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম আজাদীর ছেলে।