filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 8;
cct_value: 6100;
AI_Scene: (-1, -1);
aec_lux: 194.0;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;
temperature: 40;
মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝেরচরের ইজারাদার দুলাল হাওলাদারকে মারধর করে প্রায় দেড় লক্ষ টাকার নারিকেল ও ডাব লুট করে নেয়ার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার সাংরাইল খেয়াঘাট সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় আহত দুলাল হাওলাদার জানান, তিনি এবং তার ভাই দীর্ঘদিন ধরে মাঝেরচর এলাকার নারিকেলের বাগান সরকারের কাছ থেকে ইজারা নিয়ে নারিকেল ও ডাব বিক্রি করে আসছেন। কিন্তু গত ২ সেপ্টেম্বর উপজেলার জানখালী গ্রামের মাইনুল হাওলাদারের পুত্র ববি ও অভি ৩০-৩৫ জনের একটি দল নিয়ে তাদের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুলাল হাওলাদার বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে বাম হাত ভেঙ্গে দেন। পরে ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে ববি ও অভি তাদের দলবল নিয়ে পালিয়ে যায়।
এছাড়া দুলাল হাওলাদার অভিযোগ করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ বিভিন্ন ভাবে তাদের ঘুরিয়ে কোন মামলা নেয়নি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক সৈয়দ ফরাজী, ব্যবসায়ি নাসির হাওলাদার ও শাহীন হাওলাদার প্রমূখ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রাজিব জানান, এ ব্যাপারে সাধারণ ডায়েরী করে তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হবে।