• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১, ১৫:৩১ অপরাহ্ণ
ভোলায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন
আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আব্দুল রশিদ দেওয়ানের বাড়িতে বিয়ের দাবিতে রোববার সকাল থেকে অনশন করছেন ৩ সন্তানের এক জননী।
৩ সন্তানের ওই জননী পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের জয়নাল মজিবলের মেয়ে বলে জানা গেছে।
অভিযুক্ত যুবক আব্দুল রশিদ দেওয়ানের ছেলে ডুবাই প্রবাসী ৩ সন্তানের জনক আবু তাহের।
অনশন করা ওই গৃহবধূ জানান, প্রবাসী আবু তাহেরের সাথে দীর্ঘ ৬ বছর ধরে তাঁর পরিচয় রয়েছে। তাঁরা উভয় প্রতিবেশী। পরিচয়ের পর থেকে ওই যুবকের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো ওই গৃহবধূর।
যা নিয়ে আবু তাহেরের পরিবার একাধিকবার স্থানীয় পর্যায়ে মিমাংসাও করেছিল। সম্প্রতি আবু তাহের বিদেশ থেকে গ্রামে আসেন এবং তাঁর সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করেন।
বিষয়টি ওই গৃহবধূর স্বামী নোমান টের পেয়ে তাকে শাষণ করেন। যাঁর ফলে রোববার সকালে বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে অনশন করছেন ওই গৃহবধূ।
অনশন করা গৃহবধূ আরও জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সাথে একাধিকবার শারিরীক সম্পর্কও স্থাপন করেন অভিযুক্ত আবু তাহের।
এঘটনার পর সকাল থেকে আত্নগোপনে রয়েছেন অভিযুক্ত আবু তাহের।
তবে মুঠোফোনে তিনি জানান, ওই গৃহবধূর সাথে তাঁর কোনো ধরনের শারীরিক সম্পর্কের ঘটনা ঘটেনি। তাঁর সম্মানহানির জন্য এটা ওই গৃহবধূর সাজানো নাটক বলে দাবি করছেন তিনি।