বিডি ক্রাইম ডেস্ক ॥ পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে ভোলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। নির্বাচনে ইতিমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।
ভোলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রচারণায় অংশ নিচ্ছেন হেভিওয়েট নেতারা। এতে করে বাড়ছে জনসমর্থন।
সর্বশেষ আজ নৌকার মেয়র প্রার্থী মোঃ মনিরুজ্জামানের সাথে প্রচারণায় অংশ নেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
ভোলা পৌর এলাকার বিভিন্ন এলাকায় শোডাউনসহকারে গণসংযোগ করে তারা। এসময়ে জনে জনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। জনসংযোগে সহস্রাধিক মানুষ অংশনেন।
ভোলার বারবার নির্বাচিত পৌর মেয়র মনিরুজ্জামান জনপ্রিয় মেয়র। বিগত দিনে উন্নয়ন কর্মকান্ড দিয়ে জনগণের মনে স্থান করে নিয়েছে।
ফলে এবারও জনসমর্থনে তিনি এগিয়ে আছেন বলে মনে করেন বিশ্লেষকরা।