• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৯:৪৫ অপরাহ্ণ
ভোলায় নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের ফরাজি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত নাজমা বেগম ওই বাড়ির মো. সিদ্দিকের স্ত্রী এবং চার সন্তানের জননী।

গৃহবধূর পারিবারের দবি, রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে নাজমা বেগমের শোয়ার ঘরে মশারি টানাতে গিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে মেয়ে ঝুমুর। পরে ঝুমুরের চিৎকারে লোকজন এসে নাজমা বেগমকে নিচে নামান। সংবাদ পেয়ে শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।