• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় দাদনের টাকা চাওয়ায় মৎস্য আড়তদারকে হামলা

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১, ১৯:০৬ অপরাহ্ণ
ভোলায় দাদনের টাকা চাওয়ায় মৎস্য আড়তদারকে হামলা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ভোলার রাজাপুরে দাদনের টাকা চাওয়ায় মো. হারুন সাজী (৪৫) নামে এক মৎস্য আড়তদারকে হামলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় মৎস্য আড়তদার হারুন সাজী ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামদাসপুর গ্রামের মো. আব্দুল মতিন সাজীর ছেলে। আর অভিযুক্ত মৎস্য শিকারি একই ওয়ার্ডের সুলতানী গ্রামের খালেক ঢ়াড়ীর ছেলে মো. গিয়াস উদ্দিন ঢ়াড়ী।

এ ঘটনায় আহত হারুন সাজী অভিযোগ করে জানান, গত তিন থেকে চার বছর আগে গিয়াস উদ্দিন ঢ়াড়ী তার কাছে মাছ বিক্রির জন্য ৪০ হাজার টাকা দাদন নেন।

কিন্তু দাদন নেওয়ার পর গিয়াস উদ্দিন অন্য আড়তে মাছ বিক্রি করে আসছিল। পরে তার কাছে দাদনের টাকা ফেরত চাইলে সে তালবাহানা শুরু করে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাত ৮টার দিকে বাঁশতলী বাজারে গিয়াস উদ্দিন ঢ়াড়ীকে দেখে টাকার বিষয়ে বলা হলে সে টাকা ফেরত দেবে না বলে করে বাকবিতর্ক করে।

একপর্যায়ে গিয়াস উদ্দিন ঢ়াড়ী বৈঠা দিয়ে হারুনের মাথায় আঘাত করে। এর পর গিয়াসের সঙ্গী কাসেম, আদম আলী কালু ঢ়াড়ীসহ তিন-চারজন তাকে বেধড় মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

এতে অভিযুক্ত গিয়াস উদ্দিন ঢ়াড়ী জানান, তার বোনের বিয়ের ব্যাপারে হারুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তার হাতে থাকা চায়ের কাপে মাথায় আঘাত লাগে হারুনের।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।