• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় জেলা জজ মাহমুদুল হকের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ১৪:০৭ অপরাহ্ণ
ভোলায় জেলা জজ মাহমুদুল হকের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলার সদ্য বিদায়ী জেলা ও দায়েরা জজ বিচারক ড. এ.বি.এম. মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল ও জেলা ও দায়রা জজ হিসেবে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় জেলা জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, ভোলা জেলা শাখা ও সাধারণ জনগণ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ২০১৯ সালের ৫ই নভেম্বর জেলা ও দায়রা জজ হিসেবে ভোলায় যোগদান করেন ড.এ.বি.এম মাহমুদুল হক।
যোগদানের পর থেকে তাঁর সততা ও কর্মদক্ষতায় তিনি অনেক এগিয়েছেন। বেআইনিভাবে চাকুরীচ্যুত ৪ কর্মচারীর চাকুরী পুনবহাল ও ১৬ জন কর্মচারীকে পদোন্নতি প্রদান করে তিনি প্রশংসা কুড়িয়েছেন বলেও মানববন্ধনে বলা হয়।