• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রবাসীর

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২১, ১৮:১৬ অপরাহ্ণ
ভোলায় ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রবাসীর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: দেড় মাস আগে বাড়ি নির্মাণের সৌদি আরব থেকে দেশে আসেন রফিজল (৩৫) নামে এক যুবক। কিন্তু বৈদ্যুতিক মোটর দিয়ে নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পলপান (পালোয়ান) বাড়িতে। নিহত রফিজল ওই ওয়ার্ডের পলপান বাড়ির ইউনুছের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রফিজল একা সোমবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে তার নির্মাণাধীন পাকা ভবনের কলামে পানি দিচ্ছিলেন।

মোটরটি পুকুরের পাড়ে বসানো ছিল। পানি দেওয়ার এক পর্যায়ে মোটরের তারের প্লাগ বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তড়িতাহত হয়ে পুকুরে পড়ে যান। পরে স্বজনরা তাকে পুকুর থেকে তুলে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।