• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৪:২০ অপরাহ্ণ
বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  রবিবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রায় ৩০টি ইভেন্টে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতা এক ধরনের উচ্ছ্বসিত পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হারুন-অর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফয়েজ উদ্দিন, ফকরুল আলম জুয়েল, শ্যাম সুন্দর পোদ্দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক ত্তহমিনা আক্তার  ও অন্যান্য অতিথি সহ শিক্ষক, ছাত্র-ছাত্রীগন। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন।