স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগী পৌর শহরের পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বেতাগী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান পুরোহিত অশোক কুমার চক্রবর্তী (৫৫) বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও একছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাকে বুধবার সন্ধ্যার পরে বেতাগী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিন বেতাগী গ্রামের বাড়িতে অন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।