• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বেতাগীর প্রধান পুরোহিত অশোক চক্রবর্তী না ফেরার দেশে

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ১৭:৫৯ অপরাহ্ণ
বেতাগীর প্রধান পুরোহিত অশোক চক্রবর্তী না ফেরার দেশে

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগী পৌর শহরের পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বেতাগী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান পুরোহিত অশোক কুমার চক্রবর্তী (৫৫) বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও একছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাকে বুধবার সন্ধ্যার পরে বেতাগী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিন বেতাগী গ্রামের বাড়িতে অন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।