• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১, ২০:২০ অপরাহ্ণ
বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে বিদ্যুৎপৃষ্ঠে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।  জানা  গেছে, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলা গ্রামের মো. ইছহাক আকনের ছোট ছেলে মো. জুয়েল আকন শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টার নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্টে ইন্তেকাল করেন।

বেতাগী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ভাগ্যক্রমে বিদ্যুৎস্পৃষ্টে কনেস্টেবল জুয়েলের মৃত্যু হয়েছে।

পুলিশ সদস্য মো. আকন জুয়েল পটুয়াখালী সদর থানার কর্তরত ছিলেন।  ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। তাঁর মৃত্যুকালে স্ত্রী তিন বছরের এক কন্যা ও বাবা-মা সহ অসংখ্য স্বজনের শোকের ছায়া নেমে এসেছে।