স্বপন কুমার ঢালী , বেতাগী ॥ বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কালের কণ্ঠ শুভসংঘের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা বেতাগী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, উপজেলা শুভ সংঘের সভাপতি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেন খান, স্কুল শাখার উপদেষ্টা ও প্রধানশিক্ষক মো. বজলুর রহমান, উপদেষ্টা ও সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম খান, উপদেষ্টা প্রদীপ কুমার বিশ্বাস, উপদেষ্টা মো. ওমর ফারুক, উপদেষ্টা মো. আলমামুন, উপদেষ্টা সাবিনা ইয়াসমি ও আয়শা সিদ্দিকা, স্কুল শাখার সভাপতি মো. আবু নোমান খান, সহ-সভাপতি তানজিলা আক্তার, সাধারণ সম্পাদক তাসনিম আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শতাব্দী হালদার ও মহিলা বিষয়ক সম্পাদক ইতিমনি, ক্রিড়া সম্পাদক রনি সিকদার, সমাজকল্যান সম্পাদক কারিমা আক্তার প্রমুখ।