স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগী পরিবার কল্যান সপ্তাহের এ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ফারহানা শান্তা,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব সিকদার, মুক্তিযোদ্ধা রেজাউল করিম সিকদার, প্রেসক্লাব সভাপতি ও কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, বেতাগী সদর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেবা কর্মকর্তা সাইদুর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।