স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসন্ডা গ্রামের বাসিন্দা বেতাগী পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সদালাপী , হাস্যোজ্জ্বল , বিনয়ী স্বভাব এবং মেধাবী মো. নাফিসুর রহমান বুলবুল (৩১) গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুলবুল গত ১০ পূর্বে ফুসফুসে ঠান্ডাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং বৃহস্পতিবার সকালে মারা যায়। গত বৃহস্পতিবার রাত ৮ টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বেতাগী সদর ইউনিয়নের বাসন্ডা গ্রামের মৃত চান মিয়া ও মোসা. ফেরদৌসী আক্তারের দুই ছেলে বেলাল ও বুলবুল। চান মিয়া মারা যায় সাত বছর পূর্বে এবং বড় ছেলে বেলাল মারা যায় দু’ বরছর পূর্বে ।
গতকাল বৃহস্পতিবার সকালে দ্বিতীয় পুত্র নাফিসুর রহমান বুলবুল যায়। মা ফেরদৌসী আক্তার প্রকৃতি স্বাভাবিক নিয়মেই স্বামী, বড় ছেলে এবং ছোট ছেলেকে হারিয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।
বাড়ি ও এলাকাজুড়ে শোকের মাতম বইছে। গতকাল রাত ৮ টায় বাসন্ডা পোলের হাট বাজারে জানাজা শেষে সহপাঠীরা এবং ছাত্রলীগের কর্মীরা কান্নায় ভেংগে পড়েন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন জানায়,‘ রাজপথে বুলবুল জয় বাংলার শ্লোগান ধরত এবং একজন ভালো কর্মী ছিলো। ওর মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
মেধাবী শিক্ষার্থী বুলবুল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে কৃতিত্বের সহিত সন্মান ও ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করে ।