• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেতাগীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ
বেতাগীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পাঠ্যপুস্তক হতে ধর্মে জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরগুনার বেতাগী উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবী জানান বক্তারা।

গতকাল শুক্রবার (২৪ ফ্রেব্রয়ারি) বিকেলে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মজসিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান নূরানী এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা উপদেষ্টা আলহাজ্ব আব্দুল খালেক সিকদার, উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ মুহা. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, বেতাগী পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সস্পাদক মো. মনিরুজ্জামান মানিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা সভাপতি মাওলানা আইউব আলী আনসারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা সভাপতি মুহাম্মদ শাহিন আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অবস্থা দিনদিন ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। আমরা যে চাল ৩০ টাকায় ক্রয় করেছি, সেটা এখন প্রায় ৯০ টাকায় কিনতে হচ্ছে। গরুর মাংস তো দূরের কথা; যে বয়লারের মুরগী আমরা ১২০ টাকায় ক্রয় করে খেতাম; সেটা এখন ২৫০ টাকায় কিনতে হচ্ছে। আমাদের গ্রামগঞ্জের সাধারন পরিবারগুলো আজ দিশেহারা হয়ে পড়েছে। নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতিতে মানুষের অবস্থা শোচনীয়। দরিদ্র মানুষের ব্যাথা বুঝতে পারছে না কেউ। এর সমাধান দ্রুত করা উচিত।

তাঁরা আরো বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্ম ও জাতিসত্ত্বার বিরোধী বিভিন্ন কর্মকান্ড করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল করে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক।