• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪, ২২:৪০ অপরাহ্ণ
বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মজিবর রহমান নাহিদ : বরিশাল সদর উপজেলার বিশারদ কুন্দিয়াল পাড়া (বি কে) মাধ্যমিক বিদ্যালয় এবং বিশারদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুংগিবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান। উদ্বোধন করেন চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদ। বিশারদ কুন্দিয়াল পাড়া (বি কে) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন নান্নুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীন, বীর মুক্তিযোদ্ধা একেএম আমিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম বাচ্চু, লংকা বাংলার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এস এম ই কামরুজ্জামান খান মাসুম, সাহেবের হাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোসাম্মাৎ ফাতিমা, টুংগিবাড়িয়া ইউপি সদস্য আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শ্যামল চন্দ্র দেবনাথ ও টুংগিবাড়িয়া সংরক্ষিত ইউপি সদস্য ফেরদৌসী মুন্নী। শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিরা।