এইচ আর হীরা
বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম অভিযোগে ড্রেনের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। যানা যায়, গত ২৮ নভেম্বর নগরীর ফিশারি রোড এলাকার মিরা বাড়ির সামনে বিসিসির আওতাধীন ড্রেনের কাজ শুরু করে ক্লাসিক বিল্ডারস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার স্বত্বাধিকারী এস এম ফারুক হোসেন।
পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভুল স্বীকার করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পুনরায় কাজ শুরু করেন শ্রমিকরা। এসময় দায়িত্বে অবহেলা করার জন্য বিসিসির ওয়ার্ক এসিন্ট্যান্ট জাহিদ জমাদ্দারকে সাময়িক বরখাস্ত করে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে সেখানে ওয়ার্ক এসিন্ট্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয় টুকু ইসলাম তালুকদারকে।
তিনি জানান, কিছুটা হলেও তিনি তার দায়িত্বে অবহেলা করেছেন। নয়তো এভাবে কোনো উন্নয়নমূলক কাজ জনগণ বন্ধ করে দেয়না। স্থানীয়রা যে অভিযোগ তুলেছিলেন তার কিছু প্রমাণ আমরাও পেয়েছি। তবে, বিষয়টি স্থানীয়দের সাথে সমাধান করে আবারও কাজ শুরু করা হয়েছে। এবিষয়ে ক্লাসিক বিল্ডারস এর স্বত্বাধিকারী এস এম ফারুক হোসেন ঢাকায় থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাইমুন নামের এক স্থানীয় যুবক বলেন, তারা সিলিটচান বালুর পরিবর্তে টোক বালু ড্রেনের ঢালাইয়ে ব্যবহার করছিলো। তখন, আমরাসহ এলাকার মুরুব্বীরা মিলে কাজ বন্ধ করে দেই। পরবর্তীতে, সিটি কর্পোরেশন থেকে লোক এসে মুরুব্বীদের সাথে কথা বলে আবারও কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, সিলিটচান বালুর দাম একটু বেশি হওয়াতে টোক বালুর দাম একটু কম হওয়ায় তারা ঢালাইয়ে সেইটা ব্যবহার করছে।
একারণে আমরা এলাকাবাসি কাজ বন্ধ করে দেই। এবিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল বারীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।