বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার তিনমাস পর সেখানকার বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। ফলে ভোগান্তি থেকে মুক্তি মিললো উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বড়মগরা গ্রামের অর্ধশতাধিক মানুষের।
রোববার (২৯ আগস্ট) আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) অজিত কুমার শিকারির উপস্থিতিতে বিরোধ মীমাংসা ও রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ করা হয়।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসুদেব বাগচীর পরিবারের সঙ্গে প্রতিবেশী শচীন বাগচীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। তিন মাস আগে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।
এরপর বাসুদেব বাগচীর বাড়িতে যাতায়াতের জন্য একমাত্র কাঁচা রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন শচীন বাগচী ও তার স্বজনরা।
ভুক্তভোগী বাসুদেব বাগচী বলেন, বেড়ার কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ডাক্তার অথবা হাসপাতালে নিতে পারছি না। পাশের পুকুর পাড় ও জমির আইল দিয়ে কাদা-পানি দিয়ে চলাচল করতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, আলোচনার মাধ্যমে দু’পক্ষের মধ্যে দীর্ঘ দিনের জমি বিরোধও সমাধান হয়। পাশাপাশি বাশেঁর বেড়া রাস্তা থেকে অপসারণ করা হয়।